মালদা

নর্থ বেঙ্গল ষ্টেট ট্রান্সপোর্ট ইউনিয়নের পক্ষ থেকে পালিত হল আন্তর্জাতিক মে দিবস

১ লা মে আন্তর্জাতিক মে দিবস। অর্থাৎ, আজকের এই দিনে মালিক পক্ষের কাছ থেকে বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে শ্রমিকরা যে আন্দোলন করেছিল তাই মে দিবস হিসেবে আজকের সমাজে পরিচিত। আর এই দিনটিকে সামনে রেখে সারা বিশ্বের পাশাপাশি মঙ্গলবার মালদা জেলাতেও মে দিবস পালন করা হয়। মালদহের ইংরেজ বাজার থানার সরকারি বাসস্ট্যান্ডে NBSTU, CITU-র যৌথ উদ্যোগে পালিত মে দিবসটি উদযাপন করা হয়। উল্লেখ্য, ১৮৮৬ সালে শিকাগো শহরে শ্রমিকেরা ৮ ঘণ্টার কাজের দাবীতে আন্দোলন করছিল। তখনকার প্রশাসন সেই সকল আন্দোলনকারী শ্রমিকদের গুলি করে হত্যা করে। আর সেই থেকে এই দিনটি মে দিবস হিসাবে পালন করা হয়। 

এবিষয়ে NBSTU-র কেন্দ্র কার্যকারী সম্পাদক নুরুল ইসলাম জানান, বর্তমানে ত্রিস্তত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল এবং রাজ্য নির্বাচন কমিশনার এই মে দিবসের দিনে ভোট করার চক্রান্ত করে শ্রমিকদের অধিকারকে রোধ করার চেষ্টা করেছিল। এর প্রতিবাদে শ্রমজীবী মানুষ এক্যবদ্ধ হয়ে মে দিবসে শপথ গ্রহণ করেছে যে আগামী রাজ্য সরকারকে প্রতিহত করে তাদের পরাস্ত করতে হবে। তাদের সংঘবদ্ধ প্রতিবাদে ভোট পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/IE24_urx5is